
Google এ RM এর রেট কম আপনাদের বেশি কেন ?
Google আন্তর্জাতিক একটা রেট দেখায় Google অন্য কোনো খরচ হিসাব করে না, RM বাংলাদেশ থেকে কেনা অনেক কঠিন বেপার ডলার এর মতো না যে কোনো সময় পাওয়া যাবে, RM কিনতে হলে বিভিন্ন মাধ্যম ব্যাবহার করতে হয়, সেই মাধ্যম গুলোর খরচ আছে , আমাদের অফিস খরচ , গেটওয়ে খরচ স্টাফ খরচ সোহ আরও অনেক খরচ অন্তর্ভুক্ত করতে হয়, যেটা গুগল দেখে না, আমি যদি গুগল এর দামে RM সেল করি তাহলে আমাদের বাড়তি খরচ গুলো কে দেবে, যে কারণে গুগল রেট এর সাথে তুলনা করে লাভ নেই. আমাদের নির্ধারিত রেটে নিতে হবে