সোমবার (০৮ জুলাই) মুগদা-মানিকনগর বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রিকশাচালক-মালিকেরা।
নগর পুলিশের মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার বাংলানিউজকে জানান, রাজধানীর যেসব রোডে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে সেসব এলাকায় ফের রিকশা চলাচলের দাবিতে বিক্ষোভ করছেন চালক-মালিকেরা।
ওই সড়কে বর্তমানে বাসচলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
এদিকে সকালে রিকশাচালক-মালিকদের বিক্ষোভের কারণে কর্মস্থলগামী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনকে সড়কে অপেক্ষা করতে হচ্ছে।
মতামত জানান